আমলাতন্ত্র ও সামন্তবাদ
পাকিস্তান ছিল একটি আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র। সেই রাষ্ট্র ভেঙেছি। আমাদের নতুন রাষ্ট্রের আর যাই হোক পুরাতন রাষ্ট্রের মতো হওয়ার কথা ছিল না। কিন্তু পশ্চাৎমুখো গতিতে আমরা আবার সেখানেই চলে গেছি, যেখান থেকে শুরু করেছিলাম। অবিকল নয়, অবিকল প্রত্যাগমন ঘটছে না কখনও; ঘটার উপায় নেই। কিন্তু অনেকটাই বটে।
- ট্যাগ:
- মতামত
- রাষ্ট্রব্যবস্থা
- আমলাতন্ত্র
- সামন্তবাদ