কখন, কেন, কীভাবে ধোব হাত
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ০৭:০৪
বিশ্ব এখনো ভুগছে করোনায়। যদিও করোনার টিকা অনেকটাই সংক্রমণ কমিয়ে আনতে পেরেছে। তবু নেই স্বস্তি। আতঙ্ক যেন কাটছেই না। করোনার জীবাণু ছড়াতে পারে হাতের মাধ্যমে। তাই নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাত ধোয়াকেই প্রতিরোধের তালিকায় ১ নম্বরে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাত ধোয়ার বিকল্প নেই। আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে জেনে নেওয়া যাক, কেনো ধোব হাত। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য হলো, ‘আওয়ার ফিউচার ইজ অ্যাট হ্যান্ড—লেটস মুভ ফরোয়ার্ড টুগেদার’ (আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ—চলো একসঙ্গে এগিয়ে চলি)।
- ট্যাগ:
- লাইফ
- বিশ্ব হাত ধোয়া দিবস