নতুন করে পেঁয়াজের বাজার যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমরা দেখেছি, দুই সপ্তাহের ব্যবধানে এই মসলা পণ্যের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সোমবার সমকালের শীর্ষ প্রতিবেদন অনুসারে, দেশে পেঁয়াজের দামের মূল কারণ ভারতের পরিস্থিতি। কার্যত কয়েক বছর ধরেই এ ধারা চলে আসছে।
সেখানে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে কিংবা দাম বাড়লে আমাদের দেশেও দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি বলেই ভারতের ভারি বৃষ্টির কারণে কিছু দাম বাড়ায় বাংলাদেশেও নিয়ন্ত্রণহীনভাবে পেঁয়াজের দাম বেড়েছে। আমাদের মনে আছে, গত বছর ও তার আগের বছর ভারত তার অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।