যানজট নিরসনে 'টার্নিং ইয়ার্ড'
যানজট সমস্যা নতুন কোনো বিষয় নয়। বর্তমানে যানজটের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ভুক্তভোগী সাধারণ মানুষও এখন এ নিয়ে কথা বলতে শুরু করেছে। কিন্তু বিজ্ঞানীরা বিষয়টি উপলব্ধি করেছিলেন দু'শ বছর আগেই। ১৮২৫ সালে যখন বাষ্পচালিত রেলগাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তখন থেকেই একটা বিষয় বিজ্ঞানীদের নজরে আসে।
তারা লক্ষ্য করলেন, যন্ত্রচালিত একটি বাহনকে চলার সুযোগ দিতে গিয়ে অন্য একটি বাহনকে থামিয়ে রাখতে হয়। তখন থেকেই তারা সচেষ্ট ছিলেন, কীভাবে এ সমস্যার সমাধান করা যায়। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দীর্ঘ সময়ে এসেছে অনেক পদ্ধতি। কিন্তু কোন পদ্ধতি কতটা কার্যকর কিংবা আদৌ কার্যকর কিনা- সে প্রশ্ন রয়ে গেছে আজও।