ইরাকের সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন পেল আল সদরের দল
সোমবার প্রকাশিত প্রাথমিক খবরে জানা যায় ইরাকের সংসদ নির্বাচনে ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের দল সর্বোচ্চ সংখ্যায় ভোট পেয়েছেI আংশিক ফলাফলে দেখা যায় শিয়া মুসলমান ধর্মীয় নেতা ৩২৯টি সংসদীয় আসনের মধ্যে ৭০টির বেশি আসন লাভ করেছেনI
আল সদরের দল জানায় যে তারা ৭৩টি আসন লাভ করেছে, তারা আসনের সংখ্যা ৫৪তে উন্নীত করে যা তাদের সরকার গঠনে সবচাইতে বেশি প্রভাব ফেলবেI
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নির্বাচন
- ভোট গণনা