ভোগ ও দুর্ভোগ
আমরা যে প্রতিনিয়ত দ্রব্য এবং সেবা গ্রহণ করে থাকি, অর্থনীতির ভাষায় যাকে বলে ভোগ করে থাকি, তা নিতান্তই উপযোগিতা বা তৃপ্তি পাওয়ার জন্য। যে জিনিসের তৃপ্তি বা আনন্দ নেই, বাজারে তার চাহিদা বা দামও নেই। এই ভোগ নিত্যপ্রয়োজনীয় কিংবা একটু-আধটু আমোদ-আহ্লাদের জন্য হতে পারে। আমাদের ভোগ দেয় বাজেট দ্বারা সীমিত। সুতরাং ভোগের আকাশে তুমি যে গো শুকতারা বলার ভাগ্য খুব কম লোকের, বিশেষত বাংলাদেশে।
- ট্যাগ:
- মতামত
- দুর্ভোগ
- নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ভোগ