ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো থেকে গণরুম সংস্কৃতি বিলুপ্তির 'কঠোর পরিকল্পনা' ছিল প্রশাসনের। কিন্তু হল খোলার পর সে পরিকল্পনার বাস্তবায়ন হতে দেখা যায়নি। বিষয়টি এখন থেকে গেল কেবল কাগজে-কলমে।
এ বছর করোনা পরিস্থিতি বিবেচনায় গণরুম সংস্কৃতি বিলুপ্ত করতে বেশ তোড়জোড় ছিল প্রশাসনের। কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিটের ব্যবস্থা না হওয়ায় তাদের বাধ্য হয়ে আবার ফিরতে হয়েছে গণরুমেই।