হেফাজতকে যেন রাজনীতির দিকে ঠেলে দেওয়া না হয়
মাওলানা নূরুল ইসলাম ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর মহাসচিব। তার জন্ম ১৯৪৯ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে। পড়াশোনা করেছেন চট্টগ্রামের নাজিরহাট ও হাটহাজারী মাদ্রাসায়। দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন চট্টগ্রাম ও ঢাকায়। তিনি খিলগাঁও মাখযানুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শায়খুল হাদিস-এর দায়িত্ব পালন করে আসছেন ১৯৮৪ সাল থেকে। হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, দেশে ধর্মভিত্তিক রাজনীতি এবং প্রাসঙ্গিক বিষয়াবলি নিয়ে তিনি কথা বলেছেন।