টুথ ব্রাশ বাথরুমে রেখে ডেকে আনছেন যেসব রোগ
বার্তা২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ২১:০৮
শহরকেন্দ্রিক বাসা মানেই টয়লেট ও গোসলখানা একসঙ্গে। যৌথভাবে করা এসব বাথরুমে পেস্ট ও টুথ ব্রাশ রাখেন প্রায় শতভাগ মানুষই। সেখানে দাঁড়িয়ে সকাল-সন্ধ্যা দিব্যি দাঁত ব্রাশ করছেন। ফলে দাঁত পরিষ্কারের চেয়ে মুখ ও শরীর বেশিই নোংরা করে ফেলছেন!
সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, বাথরুমে রাখা টুথ ব্রাশে মলজনিত জীবাণু থাকার শঙ্কা ৬০ শতাংশ। সেই জীবাণুর ৮০ শতাংশই আসে অর্ন্যের মল থেকে।