কমিশন হবে, মানুষ ভোট দিতে পারবে তো?
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পরবর্তী নির্বাচন কমিশনও সার্চ কমিটির মাধ্যমে গঠিত হবে। কেননা, করোনা সংক্রমণের মধ্যে আইন করে নির্বাচন কমিশন গঠন করার মতো সময় নেই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। গত বুধবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে আইনমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেছেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করবেন, সেটি আইন না হলেও এর কাছাকাছি। সেমি আইন।
আমরা ধারণা করি, সম্প্রতি ৫৪ বিশিষ্ট নাগরিক যে আইন করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন, আইনমন্ত্রীর বক্তব্য তারই প্রতিক্রিয়া। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের পর দেশে ফিরে সংবাদ সম্মেলনেও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা বলেছেন।