আফগানিস্তানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একই ভুল আবার নয়
গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেল। আফগানিস্তানে বড় পরিসরে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। তালেবান এখন খুব করে আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলো সেটা প্রলম্বিত করছে। তবে তালেবানের চাওয়াটা কেবল তখনই সম্ভব, যদি তারা সুনির্দিষ্ট রাজনৈতিক ও মানবাধিকারের শর্তগুলো মেনে চলে।
এ প্রক্রিয়া সুচারুভাবে চালিয়ে নেওয়ার জন্য জাতিসংঘই হতে পারে উপযুক্ত মধ্যস্থতাকারী। গত চার দশকে সেখানকার যুদ্ধে জাতিসংঘ সম্পৃক্ত থেকেছে। জাতিসংঘের হাজার হাজার কর্মকর্তা আফগানিস্তানের মানুষের দুর্ভোগ লাঘবে অসাধারণ ঝুঁকি নিয়েছেন।