
নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন বিতর্ক
নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা চলছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে। তবে যখন বলা হয় নির্বাচন কমিশন স্বাধীন, তখন সবচেয়ে নিরাপদ প্রতিক্রিয়া প্রকাশ করা যেতে পারে মুচকি হেসে। যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, দেশের সেই অতি সাম্প্রতিক নির্বাচনগুলোর অভিজ্ঞতা সুখকর তো নয়ই বরং বিব্রতকর। ২০১৪ সালে নির্বাচনের পর বলা হয়েছিল এটি অনেকটা নিয়মরক্ষার নির্বাচন। কিন্তু তাতে নিয়মরক্ষা হয়নি। ২০১৮ সালের নির্বাচনের আগে বলা হয়েছিল আমাদের ওপর ভরসা রাখুন একটি ভালো নির্বাচন হবে। কিন্তু ভরসারা খুন হয়ে গেছে। এবার বলা হচ্ছে নির্বাচনে কোনো রকম প্রশাসনিক হস্তক্ষেপ হবে না। এ কথায় সরকারে থাকা দল ছাড়া বাকিরা কি বিশ্বাস স্থাপন করতে পারবে? মনে হয় না।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচন
- বিতর্ক
- নির্বাচন কমিশন গঠন