মৃত্যুর ২১ দিন পর দেওয়া হলো টিকা, এলো সার্টিফিকেটও
প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের পর কোনো ম্যাসেজ আসেনি। পরবর্তীতে আসে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার ম্যাসেজ। কিন্তু তার আগেই মারা যান ক্যান্সার আক্রান্ত জায়দা খাতুন।
জায়াদা খাতুনের মৃত্যুর পর ম্যাসেজ আসে যে তিনি দ্বিতীয় ডোজ টিকাও নিয়েছেন। ভ্যাকসিন সার্টিফিকেটও ডাউনলোড করেছেন তার ছেলে। জায়দা খাতুনের ছেলে মো. আজমল হোসেন বলেন, আমি ১ আগস্ট আমার আম্মাকে টিকা দেওয়ার জন্য রেজিস্টেশন করি। কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ করলে তিনি টিকা না দেওয়ার জন্য বলেন। পরে আমরা আর টিকা দেওয়ার জন্য যোগাযোগ করিনি।