
পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপা। আগুন নেভানো ও দুর্যোগ মোকাবিলায় সেখানে ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভবন। স্টেশনটির জন্য প্রয়োজনীয় লোকবল এবং দুটি অগ্নিনির্বাপণ গাড়ির বরাদ্দও দেওয়া হয়েছে। কিন্তু ১৯ মাসেও চালু করা যায়নি সেটি। বরং ওই স্টেশনের লোকবল অন্যত্র প্রেষণে পাঠানো হয়েছে।
মাত্র ৩০০ ফুটের একটা ভাঙাচোরা রাস্তা ফায়ার স্টেশন চালুর পথে যেন দুস্তর বাধা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি গলাচিপা পৌরসভার আওতাধীন। কিন্তু পৌর কর্তৃপক্ষ সামান্য ওই রাস্তা মেরামত না করে দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের একটা বড় বাজেটের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেটা কবে পাস হবে, কবে রাস্তা মেরামত হবে, তা কেউ জানে না। ফলে সেবাবঞ্চিত হচ্ছে উপজেলার কয়েক লাখ মানুষ।