কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লম্বা চুল ও লুঙ্গি পরার দণ্ড

সমকাল আবু সাঈদ খান প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২১, ০৯:২৯

শালীনতা বা নিয়ম-রীতি সমুন্নত রাখতে দুই বিশ্ববিদ্যালয়ে ঘটেছে দুটি ঘটনা। গত ২৬ সেপ্টেম্বর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রধান ১৪ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন। এর এক দিন পর ২৭ সেপ্টেম্বর দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লুঙ্গি পরে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণকারী তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। (সমকাল, ১ অক্টোবর ২০২১)। অবশ্য সংশ্নিষ্ট শিক্ষকরা বলেছেন, 'শুধু লুঙ্গি পরা নয়, তর্কে জড়িয়েছিল ওই শিক্ষার্থীরা, যা শিষ্টাচারবহির্ভূত।' এ কথায় প্রমাণিত হয়- ঘটনার মূলে লুঙ্গি পরা।


প্রশ্ন হচ্ছে, লম্বা চুল রাখা ও লুঙ্গি পরা কি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনের পরিপন্থি? তর্কের খাতিরে যদি ধরেই নিই হ্যাঁ, এসব বিশ্ববিদ্যালয়ের নিয়ম-রীতিবহির্ভূত। তাই বলে এর জন্য চুল কেটে দেওয়া এবং পরীক্ষা থেকে বহিস্কারের মতো দণ্ড কি শিক্ষার্থীদের প্রাপ্য?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও