বিশ্ববিদ্যালয়ে চুল নিয়ে চুলোচুলি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়। কত আশা নিয়ে আমরা সব তাকিয়ে আছি বাংলার এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একদিন ভারতের শান্তিনিকেতনের চেয়েও জ্ঞানগরিমায় প্রসিদ্ধি লাভ করবে। কাগজে-কলমে আর মানুষের মুখে মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে।
কিন্তু বড় বেদনার সঙ্গে দেখলাম সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম কাগজের প্রথম পাতায় জ্বলজ্বল করছে চুল কাটার এক ঘটনা নিয়ে! পরীক্ষার হলে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন এক শিক্ষক। ইচ্ছার বিরুদ্ধে শিক্ষিকা জোর করে চুল কেটে দেওয়ায় এক শিক্ষার্থী, রাগে-দুঃখে-অপমানে আত্মহত্যার চেষ্টা করেন। অনেকে আবার এই চুল কাটার প্রতিবাদে অনশন ধর্মঘট করছেন। বিষয়টি দু-হাজার একুশ সালের জন্য এক ন্যক্কারজনক ঘটনাই বটে।