![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F8e1d828e-9300-4e01-a9bf-169a4085330f%252FAfghan_family_Reuters.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সম্পদে ধনী আফগানরা যখন দরিদ্র
আফগানিস্তানের অর্থমন্ত্রী কারি দীন মোহাম্মদ হানিফ বলেছেন, তাঁদের সরকার আগের সরকারের মতো বিশ্বের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা চায় না। আন্তর্জাতিক সম্প্রদায় ২০ বছর ধরে পুরোনো ব্যবস্থায় সমর্থন জুগিয়ে গেছে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে।
জটিল অর্থনীতি চালানোর অভিজ্ঞতা হানিফের নেই। তালেবানের রাজনৈতিক ও কূটনৈতিক কাজে তিনি তাঁর জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন আফগানিস্তান ও কাতারে। তবে প্রথম তালেবান আমলে হানিফ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। হানিফ তাঁর বক্তব্যে ঠিক জায়গাটাই ধরেছেন। হামিদ কারজাই ও আশরাফ গনির আমলে শত বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহযোগিতা সত্ত্বেও তাঁরা আফগান জনগণের মৌলিক প্রয়োজনগুলো মেটাতে ব্যর্থ হয়েছিলেন।