কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, আমনের ফলন বিপর্যয়ের শঙ্কা

প্রথম আলো ঠাকুরগাঁও প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

ঠাকুরগাঁওয়ে খেতের আমন ধান বর্তমানে থোড় (শিষ গজানো), পুষ্পায়ন ও দানাবাঁধা—এই তিন পর্যায়ে রয়েছে। ধানগাছের জীবনচক্রের এই তিন পর্যায়ে মাত্রাতিরিক্ত তাপমাত্রা ও জমিতে পানির অভাব হলে ধানের ফুলে পরাগায়নে বাধা সৃষ্টি করে। এতে ধানে চিটা হওয়ার আশঙ্কা থাকে।


সারা বছরের ৮০ ভাগ বৃষ্টি আমন মৌসুমেই হয়ে থাকে। আর তাতেই চলে বৃষ্টিনির্ভর আমন চাষ। কিন্তু ঠাকুরগাঁওয়ে এবার বৃষ্টির ছিটেফোঁটাও নেই। সপ্তাহ দুয়েক ধরে চলছে খরতাপ। মাত্রাতিরিক্ত তাপের কারণে খেতের মাটি ফেটে গেছে। আবার কোনো কোনো খেতের ধানগাছের পাতা হলদে হয়ে গেছে। ঘন ঘন সেচ দিয়েও জমিতে পানি ধরে রাখতে পারছেন না কৃষক। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ফলনও কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও