![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/09/30/f6ae78fea9683714a309e751db360337-6154d760b68ed.jpg)
ইউরোপে বাস নাকি ভূমধ্যসাগরে লাশ?
কোনোক্রমেই থামছে না অবৈধ পথে বিদেশযাত্রা। আগে টেকনাফ দিয়ে থাই-জাভা-সিঙ্গাপুর-মালয়েশিয়ায় পৌঁছানো ছিল লক্ষ্য। এখন রোহিঙ্গারা মিয়ানমারের সমুদ্রপথ রুদ্ধ করে রাখায় আদম দালালেরা নতুন গন্তব্য চিহ্নিত করে কমবয়সীদের অবৈধ পথে বিদেশে পাঠানোর টার্গেট করেছে। তারা এ যাত্রায় অনেকটা কৃতকার্য। এর অনেক কারণের সবচেয়ে বড় কারণ হলো—ঘাটে ঘাটে বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধ সহযোগিতা প্রাপ্তি।