আজও অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অসুস্থ হয়ে হাসপাতালে ২

ডেইলি স্টার সিরাজগঞ্জ সদর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বহিষ্কার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।


আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের নেতা রুখসানা রাপা দ্য ডেইলি স্টারকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অনশন চালিয়ে যাব।


তিনি আরও বলেন, আমাদের ৩ জন সহপাঠী আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে মাজেদ ও হাবিব নামে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকারিয়া নামে একজন অসুস্থ হলেও এখনো তাকে হাসপাতালে নেওয়া হয়নি। ইতোমধ্যে অনেকেই অসুস্থ বোধ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও