
জুলাই ফাউন্ডেশনে গিয়ে প্রতারণার চেষ্টা
ফারহানা ইসলাম ও মহিউদ্দিন সরকার সম্পর্কে মামি-ভাগনে। জুলাই গণ-অভ্যুত্থানে আহত দাবি করে গত রোববার তাঁরা সহায়তার টাকা নিতে গিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে। কিন্তু সেখানে তাঁদের প্রতারণার চেষ্টাটি ধরা পড়ে যায়।
ফারহানা ও মহিউদ্দিন চিকিৎসার নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই করে দেখা যায়, তাঁরা দুজনে যে এক্স-রে রিপোর্ট দিয়েছেন, তা হুবহু এক।
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফারহানা ও মহিউদ্দিন স্বীকার করেন, তাঁরা আন্দোলনে আহতই হননি। চিকিৎসাসংক্রান্ত সব কাগজপত্র তৈরি করে দিয়েছেন ফারহানা ইসলামের স্বামী নাজিরুল বাশার। নাজিরুল কেরানীগঞ্জের নিউ লাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এভাবে অনেকেই সহায়তার জন্য যাচ্ছেন, যাঁদের কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে আহত, কেউ পড়ে গিয়ে আহত। কিন্তু দাবি করছেন, তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন।