এবার শাপলা চত্বরে ‘গণহত্যার’ অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১৬:৩০

প্রায় এক যুগ আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যার’ অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেয় বলে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান।


আর যাদের বিরুদ্ধে পরোয়ানার আদেশ হয়েছে, তারা হলেন – সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।


এই পাঁচজনের মধ্যে শেখ হাসিনা গত ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে ভারতে পালিয়ে আছেন।


বাকি চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সুলতান মাহমুদ জানান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও