![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F89d57b33-b65c-4179-ab69-bfa5db735c66%252Fprothomalo_women_3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কাঙ্ক্ষিত প্রজন্ম ও বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্যসেবার গুরুত্ব
বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম একটি সফলতার নাম। আমাদের দেশে আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগ্রহীতার হার ৫২ শতাংশ, যা একই রকম আর্থসামাজিক অবস্থার এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশের তুলনায় বেশি। আমাদের বিশাল দক্ষ জনশক্তি মাঠপর্যায়ে ও সেবাদান কেন্দ্রগুলোতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রদান করছে।
বাংলাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত স্বাস্থ্যসেবা অবকাঠামো অনেক দেশের জন্যই অনুকরণীয়। জাতীয় জনসংখ্যা নীতি এবং চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের চলমান আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রমে আরও সফলতা অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ।