![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Sep/25/1632554550020.jpg&width=600&height=315&top=271)
শরীরের ফাটা দাগ দূর করুন সহজ উপায়ে
বার্তা২৪
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:২২
নারী-পুরুষ এমনকি স্বাস্থ্যবান শিশুদের শরীরেও ফাটা দাগ দেখা যায়। রেখার মতো এ দাগগুলো ঘাড়ে, বগলে, পেটে, কোমরে, উরুতে কিংবা নিতম্বে হয়ে থাকে।
হঠাৎ করে ওজন বাড়লে এ সমস্যা দেখা দেয় শরীরে। এ দাগগুলো সহজে শরীর থেকে যেতে চায় না। নারীদের ক্ষেত্রে গর্ভধারণের পর ফাটার দাগ দেখা দেয়।