হাওরের পরিবেশ দূষণ: এমপি’র উদ্বেগের পরেও উদাসীনতা!
বার্তা২৪.কম-এ প্রকাশিত কিশোরগঞ্জের হাওরে পরিবেশ দূষণ প্রসঙ্গে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছিলেন হাওরের ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। “হাওরের পরিবেশ দূষণকে ‘না’ বলুন: এমপি তৌফিক” শিরোনামে প্রতিবেদনের পরেও পরিস্থিতির উন্নতি হয়নি।
বার্তা২৪.কমকে তিনি স্পষ্টত বলেছিলেন, ‘হাওরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর রক্ষনাবেক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়েও আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের মানবিক বিবেক, সৌন্দর্যবোধ ও পরিবেশ চেতনা জাগ্রত করে জাতীয় সম্পদ হাওরকে নির্মল, নিষ্কলুষ ও অটুট রাখতে হবে। ব্যবহারের পর পরিত্যক্ত সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কোনও অবস্থাতেই হাওরের পানিকে দূষিত ও আবর্জনায় পূর্ণ করা যাবে না।”