কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৩, দায় নেবে কে?
ভয়াবহ বৃষ্টি যে হবে, তা অজানা ছিল না। অজানা ছিল না, ওই বিপুল পরিমাণ বৃষ্টির জল সহজে বার করা কঠিন। তবু প্রশাসনের যতটা সতর্ক হওয়া দরকার ছিল, তার ছিটেফোটা দেখা গেল না। বলি হলো ১৩টি প্রাণ। যার মধ্যে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আছে। ১৫ বছরের বালক আছে। আস্ত একটি পরিবার আছে। সামান্য অর্থের ক্ষতিপূরণ দিয়ে দায় এড়াতে চাইছে প্রশাসন।