প্রীতিলতা : অকৃতজ্ঞ উপমহাদেশের আবক্ষ দায়বদ্ধতা

জাগো নিউজ ২৪ মোহাম্মদ রাহীম উদ্দিন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮

অপরাজনৈতিক সাম্প্রদায়িক সার্বভৌমত্বের দেয়াল যখন ঠিক মতো গড়ে উঠেনি তখনো এখানকার মানুষের নির্দিষ্ট কিছু বিশ্বাস, আচার, ধর্ম, ধর্মকে কেন্দ্র করে উৎসব, পার্বণ সব কিছুতেই ছিল একাত্মা। ভৌগোলিক সীমারেখার দূরুত্ব আমাদের নাড়ি বা শিকড়ের প্রতি কৃতজ্ঞতা আর দায়বদ্ধতার অনুভূতিকে ভোঁতা করে দিয়েছে। নাড়ির বন্ধনেও যোগ করেছে র্স্বাথপরতা।


এ উপমহাদেশের সংস্কৃতি ত্যাগের, রক্তের বিনিময়ে নির্মিত এর ঐতিহ্যের স্তম্ভ। ভাতৃত্বের ঐতিহ্য উদাহরণ যেমন রয়েছে এ সংস্কৃতিতে, তেমনি অনেক প্রতীয়মান দৃষ্টান্ত আছে মীরজাফরিপনার। দেশ মাতৃকার মাটির টানে, স্বাধীন দেশের বাসনায় শোষণ নিপীড়নের বিরুদ্ধে যুগ যুগ ধরে বাংলার দামাল সন্তানেরা অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের বুকের তাজা রক্ত। নিঃশেষে করেছেন দান সবুজ সতেজ প্রাণ। ভেঙ্গেছেন কপাট, কেটেছেন ললাট। কৃতজ্ঞ করেছেন প্রজন্মের পর প্রজন্মকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও