কানাডার মধ্যবর্তী নির্বাচনের একটি পর্যালোচনা
কানাডা এখন বসন্তকালীন চারিদিকে সবুজ প্রকৃতির এক চমৎকার আবহাওয়া। এরমধ্যে গতকাল সকাল ৯:৩০ মি. থেকে রাত ৯:৩০মি. পর্যন্ত ৪৪তম জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হলো। কোন কোন শহরে রাতে ভোটের লাইন দীর্ঘ ও ভোটার সমাগম অধিক হওয়ায় ভোটের সময় বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন তাৎক্ষণিক ঘোষণা করছেন, যতক্ষণ ভোট কেন্দ্রে ভোটার থাকবে-ততক্ষণ ভোটগ্রহণ চলবে। কোনভাবে তরুণ ও নতুন ভোটারদেরকে বঞ্চিত করা যাবে না। কোন প্রকার ন্যূনতম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো এই বিশাল বাজেটের নির্বাচন।