![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F91e50ebc-66a2-4ba9-b474-af5d3663eb02%252F526EF12A_569E_4EA8_9AEE_A64CE4CA9D80_1084201.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
রক্তের ক্যানসার নিয়ে ভুল ধারণা বেশি
ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া বা সিএমএল রক্তের বিশেষ এক ধরনের ক্যানসার। মানুষের বংশগতির বাহক ক্রোমোসোমের ৯ ও ২২ নম্বরের মধ্যে বিনিময়জনিত পরিবর্তনের কারণে এই রোগের উৎপত্তি।
আজ বুধবার বিশ্ব সিএমএল সচেতনতা দিবস। পৃথিবীতে প্রতিবছর লক্ষাধিক মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হন। তবে চিকিৎসায় আধুনিক ওষুধ ব্যবহারের কারণে রোগটি এখন রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সহজে নিয়ন্ত্রণযোগ্য। এ দিবসে রক্তের ক্যানসার সম্পর্কে জেনে নেওয়া যাক।