শেয়ারবাজার-সংক্রান্ত দুটি সিদ্ধান্ত প্রসঙ্গে

ইত্তেফাক এম এ খালেক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানাভাবে বাজারকে গতিশীল ও চাঙ্গা করার লক্ষ্যে কাজ করে চলেছে। ইতিমধ্যে বাজারে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বাজার ক্রমশ চাঙা হয়ে উঠছে এবং অধিকাংশ সূচকে রেকর্ড সৃষ্টি করেছে। করোনাকালীন অবস্থায় সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রসমূহ ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। ফলে তারা অধিক হারে শেয়ারবাজারমুখী হচ্ছেন। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে। বিএসইসির বর্তমান নেতৃত্ব নানাভাবে বাজারকে গতিশীল করার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার পরও কিছু কিচু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। এই বিতর্কের ভিত্তি কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন উত্থাপনের অবকাশ থাকলেও সৃষ্ট বিতর্ক যে বাজারকে ক্ষতির মুখে ফেলতে পারে, তা নিয়ে কোনো সংশয় নেই। তাই সুচিন্তিতভাবে বিতর্কের অবসান ঘটানো প্রয়োজন। নানা ধরনের অসংগতির কারণে আমাদের দেশের বাজার অতীতে ঠিকভাবে বিকশিত হতে পারেনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও