![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fc75349ae-f3e3-4639-b165-85b8a5c55dda%252Fprothomalo_english_import_media_2020_02_14_2aae2d2af2062952a94773d5ef6230b8_e6.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোর কমিশন কমল ৯ গুণ
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আর্থিক পণ্য সঞ্চয়পত্র ও সঞ্চয় কর্মসূচি বিক্রি করে দেওয়ার বিপরীতে ডাকঘর ও বাণিজ্যিক ব্যাংকগুলো এত দিন যে হারে কমিশন পেয়ে আসছিল, তা ৯ গুণ কমিয়েছে সরকার।
২০০৪ সাল থেকে কমিশনের হার ছিল দশমিক ৫০ শতাংশ। তা কমিয়ে নতুন হার করা হয়েছে দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ ডাকঘর বা ব্যাংকগুলো আগে যেখানে ১০০ টাকার সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ৫০ পয়সা করে কমিশন পেত, সেখানে এখন পাবে ৫ পয়সা। শুধু তা–ই নয়, একটি নিবন্ধনের বিপরীতে যত টাকার সঞ্চয়পত্রই বিক্রি করা হোক না কেন, কমিশন সর্বোচ্চ ৫০০ টাকার বেশি হবে না।