
পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। গনি মিয়া অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে দোকানঘর এলাকার তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা পলাশবাড়ীগামী একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।