নারীর মাতৃত্ব ও সামাজিক বাধা
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 'ডিভোর্সের পর বাচ্চা কার কাছে থাকবে'- এমন একটি প্রশ্নে যুগান্তকারী রায় দিয়েছেন গত ২ জুন ২০২১। এ বিষয়ে আদালত বলেছেন, পিতৃতান্ত্রিক সমাজে নারীর নৈতিক চরিত্রের প্রতি আঙুল তোলা সহজ। যদি সত্যিই কারও বিয়েবহির্ভূত সম্পর্ক থাকে, তাহলেও এ সিদ্ধান্তে আসা যায় না- সন্তানের হেফাজত তাকে দেওয়া যাবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার দেশগুলোতে যেখানে মায়ের অন্য সম্পর্ক সব সময়ই সন্তানের হেফাজত হারানোর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়, সেখানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ আমাদেরকে মাতৃত্ব সংক্রান্ত সামাজিক-সাংস্কৃতিক ধারণাটি ফিরে দেখার কথা মনে করিয়ে দেয়।