রাজনীতি: কার ‘কালোহাত’ কে ভাঙবে
কালোহাত' শব্দটি বাংলা ভাষায় বহুল প্রচলিত ও ব্যবহূত। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এ শব্দটি ব্যাপকভাবে ব্যবহূত। কোনো ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন করা না গেলে সাধারণত বলা হয়, 'এর পেছনে কালোহাতের কারসাজি' রয়েছে।
এই কালোহাত নিয়ে জিয়াউর রহমানের সরকারের আমলে একটি মজার ঘটনা ঘটেছিল। সময়টা ১৯৮০ সাল। এপ্রিল-মে মাসের দিকে হঠাৎ চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের মূল্য বেড়ে যায়। বিরোধী দলগুলো সরকারের সমালোচনায় মুখর।