করোনায় কাজ হারানোদের জন্য নতুন কাজের সন্ধান
করোনায় গত দেড় বছরে দেশে মোট কত লোক কাজ হারিয়েছে, সে বিষয়ে বেশকিছু প্রাক্কলন ও জরিপের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) সাম্প্রতিক হিসাব অনুযায়ী, করোনার কারণে দেশে প্রায় ২২.৬০ লাখ মানুষ কাজ হারিয়েছে (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ৭ আগস্ট ২০২১)। তবে কোনো কোনো সূত্রের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ৩০ লাখেরও বেশি হতে পারে। ২৬ লাখ বা ৩০ লাখ যাই হোক না কেন, এটি যে সিকি কোটির বেশি তাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কারা কোথায় কাজ হারিয়েছে, সম্প্রতি সে তথ্যের একটি বিবরণীও প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সমীক্ষায় ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৬৮ শতাংশ মানুষ করোনায় কাজ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ঢাকায় ৭৬ শতাংশ ও চট্টগ্রামে ৫৯ শতাংশ (দ্য ডেইলি স্টার, ৪ সেপ্টেম্বর ২০২১)।