সর্পদংশনে ঝাড়ফুঁক ও কুসংস্কার
আজ একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসেও পিছু ছাড়ছে না কুসংস্কার। সর্পদংশনের পর ওঝার ঝাড়ফুঁকের ওপর ভরসা করে হারাচ্ছে হাজারো প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়, যার মধ্যে প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং লক্ষাধিক মানুষ অন্ধত্ব বা চিরস্থায়ী পুঙ্গত্ববরণ করে। আফ্রিকার ঘনবসতিপূর্ণ এলাকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি সাপের কামড়ের ঘটনা ঘটে। প্রতিবছর বাংলাদেশে প্রায় ছয় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এই বিষাক্ত সাপের কামড়ে।