ভালোবাসা হুট করে আসেনি
সবাই বলে দূরপরবাসে এসে বাঙালি জাতি থালাবাসন ধোয়া থেকে শুরু করে রান্না-বান্না করে অথচ দেশে হাত ধুয়ে ভাত খেতে চায় না। এর পেছনে কী কারণ রয়েছে? সবাই বলবে বিদেশে পরের মায়েনদারি করা থেকে সব কাজ করতে বাঙালির সমস্যা নেই অথচ দেশে আসলে নবাবজাদাদের যতো সমস্যা।