বিশ্ববিদ্যালয় খুলতে দেরি কেন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ই অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। বাস্তবে বিশ্ববিদ্যালয়ই খোলা হচ্ছে সবার শেষে। প্রথমে ধারণা দেওয়া হয়েছিল, টিকা দিয়েই সব শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে নেওয়া হবে। কিন্তু সরকার টিকার ব্যবস্থা করতে পারেনি। তার আগেই ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে পাঠ নিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের নিচে, তাদের টিকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাঁদের বয়স ১৮ বছরের ওপরে, তাঁদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও খুব কমই সেই সুবিধা পেয়েছেন।


এ অবস্থায় টিকার ঘাটতির কারণে যদি বিশ্ববিদ্যালয়গুলো খুলতে বিলম্ব হয়ে থাকে, তা খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, অক্টোবরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীকাল শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো ২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়া যেতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলোই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও