কোটি ডলারের চীনা ড্রোন পাকিস্তান বিমান বাহিনীর দুঃস্বপ্ন
পাকিস্তান সামরিক বাহিনী চীনে তৈরি মনুষ্যবিহীন কয়েকটি ড্রোন চালু করার কয়েকদিনের মধ্যে একাধিক মারাত্মক ত্রুটিজনিত কারণে সেগুলো মাটিতে মুখ থুবড়ে পড়েছে। এতে দেশটির সামরিক শক্তি যথেষ্ট খর্ব হয়েছে। চীনের চেংদু এয়ারক্রাফ্ট গ্রুপের তৈরি এবং চায়না ন্যশানাল এ্যরো-টেকনোলজি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি (সিএটিআইসি)’র সরবরাহ করা সামরিক অস্ত্রে সুসজ্জিত তিনটি ড্রোন ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তান বিমান বাহিনীতে অভিষিক্ত হয়।
পাকিস্তান ও চীনের মধ্যে একটি বৃহৎ চুক্তির আওতায় মনুষ্যবিহীন এসব যুদ্ধ বিমান (ড্রোন) তৈরি করা হয় এবং এ ধরণের ৫০টি ড্রোন পাকিস্তানে যৌথভাবে তৈরি করার কথা রয়েছে।
- ট্যাগ:
- মতামত
- ড্রোন
- ত্রুটি
- সামরিক শক্তি
- ব্যয়বহূল