‘স্মৃতিতে সতত উজ্জ্বল বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে আসা বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে ‘স্মৃতিতে সতত উজ্জ্বল বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সংস্পর্শে থাকা 'লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা' তালিকায় থেকে ২৩ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমূলক লেখা এতে অন্তর্ভুক্ত হয়েছে।অনুষ্ঠানে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, “ছোট একটি গ্রন্থের মাধ্যমে বঙ্গবন্ধুর বিশালতাকে তুলে ধরা কঠিন।