কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এভাবে ২২৭ কোটি টাকা লোপাট হবে?

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯

উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটে নতুন ফন্দির শেষ নেই দুর্নীতিবাজদের। তারই একটি নমুনা দেখা গেল চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনায়। শহরের বিভিন্ন সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ভালো রাস্তাও। ৩৭টি ভালো রাস্তাকে সংস্কারে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২২৭ কোটি টাকা। অথচ এসব রাস্তার কিছু কয়েক মাস আগে সংস্কার হয়েছে, কিছু রাস্তার সংস্কার চলমান আছে। একে কোনো রাখঢাক ছাড়াই সরকারি বরাদ্দ লোপাট করার উৎসবে মেতে ওঠার পরিকল্পনা ছাড়া আর কীই–বা বলা যায়!


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ছোট–বড় ৩৭টি ভালো রাস্তার সংস্কারের জন্য গত চার বছরে ইতিমধ্যে প্রায় ১৮৭ কোটি টাকা খরচ করা হয়েছে। এরপরও একটি উড়ালসড়কের ভালো রাস্তায় পিচ ঢালাইয়ের জন্য ১৫ কোটি টাকা খরচ করতে চায় করপোরেশন। উড়ালসড়কটির প্রকল্প পরিচালক বলছেন, আগামী চার-পাঁচ বছরেও এ রাস্তার সংস্কার প্রয়োজন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও