You have reached your daily news limit

Please log in to continue


বিলম্বে বাড়ছে বিপদ

প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে ল্যাব স্থাপনের আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু বিস্ময়কর হলো, এই গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বুধবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে ফের এ ব্যাপারে যে তথ্য উঠে এসেছে, তা আমাদের ক্ষুব্ধ ও বিস্মিত না করে পারে না। বিমানবন্দরে করোনার র‌্যাপিড পরীক্ষার সুযোগ না থাকায় কর্মস্থলে ফিরতে প্রতিকূলতার মুখে পড়েছেন প্রবাসীরা।

আমাদের মনে আছে, ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছিল দু-তিন দিনের মধ্যে ল্যাব স্থাপনের। কিন্তু আজও ল্যাব স্থাপনে নেই কোনো অগ্রগতি। এর ফলে চরম ঝুঁকির মুখে পড়েছেন বিদেশগামীরা। বাধ্য হয়ে আমিরাত প্রবাসীরা অনশনও করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে তাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রবাসীকল্যাণমন্ত্রী মঙ্গলবার অনশনকারীদের আশ্বস্ত করেন, দু-একদিনের মধ্যে বিমানবন্দরে র‌্যাপিড পরীক্ষার ব্যবস্থা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন