মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার বন্ধ করুন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১

প্রাপ্যের চেয়ে বেশি পাওয়ার অন্যায্য বাসনার নাম লোভ। লোভই জালিয়াতির মূলধন। এই তৃতীয় রিপুটি বিত্তশালীদের ওপর ভর করলে তা যে বিপুলসংখ্যক মানুষের ক্ষতির কারণ হয়, তার আরও একটি উদাহরণ টাঙ্গাইলের আনারস চাষে দেখা যাচ্ছে। সেখানকার মধুপুর বনাঞ্চলে যুগ যুগ ধরে ক্ষুদ্র গারো সম্প্রদায়ের লোকজন আনারস চাষ করে দেশের মানুষের চাহিদা পূরণ করছিলেন। সেখানে এখন এলাকার বাইরের বড় বড় বিনিয়োগকারীর চোখ পড়েছে।


তারা সেখানে গিয়ে বৃহৎ পরিসরে আনারস চাষ করছে এবং আনারসকে দ্রুত বড় করতে, পাকাতে ও রং সুন্দর করতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করছে। এতে তাদের পকেটে অতিরিক্ত মুনাফা ঢুকলেও স্থানীয় আদি চাষিরা মার খাচ্ছেন। মাঝখান থেকে মানবদেহের জন্য ভয়ানক ক্ষতিকর আনারসে বাজার ছেয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও