শাহজাহানপুরে ২০ হাজার ইয়াবাসহ আটক ৫
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে পাঁচ মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৩। এ সময়ে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার বিকালে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- মো. কাউসার, মো. ইয়াছিন, মো. সালাউদ্দিন, মো. জুয়েল মিয়া এবং বেলাল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ পারে, শাহজাহানপুরে কিছু মাদক চোরাকারবারি চক্রের সদস্যরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল আজ বুধবার বেলা দেড়টার দিকে শাহজাহানপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. কাউসার, মো. ইয়াছিন, মো. সালাউদ্দিন, মো. জুয়েল মিয়া এবং বেলাল হোসেনকে আটক করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস, ৩ সপ্তাহ আগে