দুর্ঘটনা অকস্মাৎই ঘটে। তা মোকাবিলায় প্রস্তুতি থাকতে হয়। বিপর্যয় মোকাবিলার জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আছে। নাগরিকদের আশা থাকে, দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা মোকাবিলায় সমর্থ হবেন, অন্ততপক্ষে তৎপর থাকবেন। আক্ষেপের বিষয়, অনেক ক্ষেত্রেই নাগরিকের সেই আশা দুরাশায় পরিণত হয়। এর সর্বশেষ প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ায় দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় গত মাসেই আলাদা দুটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জন মারা গেছে। নৌকাডুবির পর স্থানীয় মানুষ এগিয়ে এলেও যাঁদের হাতে আধুনিক উদ্ধার সরঞ্জাম থাকে, সেই ডুবুরিদের সেখানে পৌঁছাতে সময় লেগেছে স্বাভাবিকের চেয়ে বেশি।