স্বতন্ত্র সংগ্রামী আহমদ রফিক

দেশ রূপান্তর মযহারুল ইসলাম বাবলা প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:০০

আজ ১২ সেপ্টেম্বর ভাষাসংগ্রামী, বরেণ্য লেখক-গবেষক, প্রগতিবাদী চিন্তাবিদ-সর্বজনশ্রদ্ধেয় আহমদ রফিকের তিরানব্বইতম জন্মদিন। আমাদের জ্ঞানী-পন্ডিতের সংখ্যা নিতান্ত স্বল্প না হলেও সমাজে জ্ঞানী, বিবেকবান, নীতিনিষ্ঠ পন্ডিতজনের বড়ই অভাব। যারা মেরুদন্ড সোজা রেখে আজীবন চলেছেন, তেমন মানুষের তো আকাল চলছে দেশে। হাতেগোনা যে দু’চারজন আছেন তাদেরই একজন আহমদ রফিক। যিনি মতাদর্শিক দৃষ্টিভঙ্গিতে অটল থাকতে আমাদের উদ্বুদ্ধ করেন। সময়জ্ঞানের ব্যত্যয়ে যিনি কাউকে ছেড়ে কথা বলেন না। রফিক ভাই ঘড়ির কাঁটা ধরে যেমন নিজে চলেন, অন্যকেও তেমনি সময়জ্ঞানে সচেতন হতে বাধ্য করেন। এক্ষেত্রে তিনি বড়ই কঠোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও