কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির একার নয়, এখন পুরো বাংলাদেশের খারাপ সময়

দেশ রূপান্তর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব। তার জন্ম ১৯৪৮ সালের ১ আগস্ট, ঠাকুরগাঁওয়ে। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়েই বামপন্থী ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিম দিনাজপুর থেকে সংগঠকের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২-এ দিনাজপুর সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৮২ থেকে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৯-এ ঠাকুরগঁাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬-এর সংসদ নির্বাচনে হেরে যান। ২০০১-এ ঠাকুরগাঁও থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি কৃষি প্রতিমন্ত্রী ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ থেকে প্রায় পাঁচ বছর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১৬-এর মার্চ মাসে বিএনপির জাতীয় সম্মেলনের মাধ্যমে তিনি দলটির মহাসচিব নির্বাচিত হন। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, দলটির নেতৃত্ব, নির্বাচন কমিশন গঠন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নিয়ে বিতর্ক এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও