গণতান্ত্রিক বিশ্বের পথে বাধা যখন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ
২০ বছর আগে মার্কিন গোয়েন্দা ব্যর্থতার ফল হচ্ছে ৯/১১-এ টুইন টাওয়ার হামলা। পশ্চিমাদের পক্ষ থেকে এ ধরনের প্রচারণাই রয়েছে। এই হামলা সন্ত্রাসবাদবিরোধী নামের এক অভিনব ও অন্যায্য যুদ্ধের সূচনা করেছিল। অভিনবত্বের কারণ, এই যুদ্ধে সবাইকে একযোগে সমর্থন জানাতে হয়েছে। কোনো ধরনের প্রশ্ন করলেই শয়তানের অক্ষে চলে যাওয়ার ঝুঁকি ছিল।
এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে যেকোনো দেশ থেকে যে কাউকে ধরে কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে নিয়ে নির্যাতনের একধরনের বৈধতা দিয়েছিল। মার্কিনদের তুষ্ট কেউ কেউ আবার নিজ নাগরিকদের তুলে দিয়েছে বা হত্যাও করেছে।