প্রতারণা বা অন্যকে ঠকিয়ে লাভবান হওয়ার প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় যুগ যুগ ধরেই ছিল, তবে বিগত একদশকে এ যেন এক সামাজিক ব্যাধিতেই রুপান্তরিত হয়েছে। একযুগ আগেও প্রতারকরা সমাজে ঘৃণিত মানুষ হিসেবেই পরিচিত হতো কিন্তু আজকাল গ্রহণযোগ্যতার মাত্রাটি যেন পালটে গিয়েছে। সেই সাথে এর রুপটিও ভিন্ন মাত্রায় বিকশিত হয়েছে। অর্থাভাব, বেকারত্ব, দারিদ্র্যতা এমন নানা মাত্রার অসহিষ্ণুতায় এক সময় মানুষ জড়িয়ে যেতো প্রতারণায়, এক্ষেত্রে অর্ধ শিক্ষিত, দরিদ্র বিপথগামী মানুষগুলো প্রতারণাকে বেঁচে থাকার অবলম্বন মনে করতো। অধিকাংশ ক্ষেত্রেই সমাজ এ ধরণের মানুষগুলোকে করুণার চোখে দেখতো। তবে কোন কালেই এরা সমাজপতি সেজে সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা যেমন করেনি ঠিক তেমনি প্রতারণাকে পেশা হিসেবে বেঁচে নিয়ে অর্থ বিত্তের মালিক হয়ে কারও নিয়ন্তা হওয়ারও চেষ্টা করেননি। কখনো এটি উচ্চ শিক্ষিত মেধাবীদের পেশাও হয়ে উঠেনি।
You have reached your daily news limit
Please log in to continue
প্রতারণার প্রাতিষ্ঠানিক সামাজিকীকরণ: ই-কমার্স নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ জরুরি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন