![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2018%2F08%2F11%2F90a306be8423e375c1590e5e930a6a3c-5b6e3e4f7a964.jpg%3Fjadewits_media_id%3D374271)
প্রাথমিকে প্রতিদিন দুই শ্রেণির সর্বোচ্চ তিন ঘণ্টা ক্লাস
দীর্ঘ প্রায় দেড় বছর পর আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদান শুরু করা হবে। বিদ্যালয় খোলার দিন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন পঞ্চম শ্রেণিসহ অন্য একটি শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে। দু’টি শ্রেণির পাঠদান চলবে সর্বোচ্চ তিন ঘণ্টা। প্রত্যেক শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; এই বিষয় পড়ানো হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপচিালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পঞ্চম শ্রেণিসহ অন্য একটি শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে। সর্বোচ্চ দুই শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে। নির্দেশনা বিদ্যালয়গুলোয় পাঠানো হয়েছে।’